'থার্ড আই'-এর পরিচালনায় ছ'দিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু হল বিড়লা অ্যাকাডেমিতে
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, 'থার্ড আই'-এর পরিচালনায় কোলকাতার বিড়লা অ্যাকাডেমিতে ১৬ অগস্ট '২২ শুরু হল ছ'দিনের আলোকচিত্র প্রদর্শনী। 'থার্ড আই'-এর তরফ থেকে জানানো হয়েছে, "পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ৬০-৪০ মাপের আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে কোলকাতায়। 'থার্ড আই'-এর প্রতিষ্ঠাতা অতনু পাল ও অন্য ২৬ জনের শিল্পকর্ম নিয়ে হচ্ছে এই প্রদর্শনী। প্রদর্শনী কক্ষে ১৮ জন শিল্পীর ৬০-৪০ মাপের মোট ২৭ টা আলোকচিত্র রয়েছে। এই ২৭ টা আলোকচিত্রের মধ্যে অতনু পাল-এর ৬ টা ও অনুপম হালদার-এর ৫ টা আলোকচিত্র রয়েছে। এর পাশাপাশি স্লাইড শো-এর মাধ্যমে অন্যান্য আলোকচিত্রীদের তোলা ছবিও প্রদর্শিত হবে।" বলে রাখা ভালো ২১ অগস্ট পর্যন্ত প্রতিদিন অপরাহ্ন ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী দেখা যাবে। টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর দুই অভিনেত্রী মৌবনী সরকার ও সোনালী চৌধুরী এবং পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট কমিশনার অব রেভিনিউ পাঞ্চালী মুন্সী সহ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত একাধিক ব্যক্তিদের উপস্থিতিতে মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রদর্শনীর শুভারম্ভ হয়। প্রদর্শনী শুভারম্ভের পাশাপাশি আয়োজক সংস্থা