দলের মূল শ্লোগান হল "এক থালা ভাত"।
এই দল বাঙালি ও বঙ্গ-বাসীর স্বার্থ, সুযোগ-সুবিধা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা সমুন্নত রাখার জন্য "বাংলার শতধারার মানুষ" দ্বারা গঠিত সদস্যরা একটি জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল গণতান্ত্রিক/গণতান্ত্রিক গোষ্ঠী গড়ে তুলবে এবং এটিকে নিশ্চিত করার চেষ্টা করবে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য কোনো বিদ্বেষ, কাদামাটি বা ব্যক্তিগত ক্ষোভ না রেখে সমাজে ন্যায়পরায়ণতা, অধিকার, নিরাপত্তা ও সুযোগ প্রতিষ্ঠা করবে। বরং কর্মরত সরকার/গুলির সিস্টেম, কাজ, নৈতিকতা এবং নীতিকে প্রশ্নবিদ্ধ করবে।
দলনেত্রীর আরো বলেন দক্ষিণ চব্বিশ পরগনায় তিরঙ্গা জনতা পার্টি প্রথম থেকেই সাধারণ মানুষের কাছে বিপুল সারা ফেলেছে।আস্তে আস্তে এনারা এনাদের সদস্য সংখ্যা বাড়াবেন।
এই দলের প্রধান শোগ্লান হল-‘চাই শিক্ষা, স্বাস্থ্য, শান্তি, সুরক্ষা - মানবো না কোনো অসত্য ব্যখ্যা।'
Comments
Post a Comment