ত্রিনয়নী আশ্রম(তারাপীঠ)

নিজস্ব প্রতিনিধি-বীরভূম  জেলা অবস্থিত (তাঁরাপীঠ) মন্দিরের নিকটে ত্রিনয়নী আশ্রমের  প্রতিষ্ঠাতা শ্রী শিশির কুমার শর্মা (তারা ও তন্ত্রসাধক)।

১৯৯৭সালে প্রতিষ্টিত হয়। ২৮৷০৫।২০২২, শনিবার  তার ২৫ বছর পূর্তি হলো। চতুর্দশী ও অমাবস্যার পূজা ২৮।০৫।২০২২ ও ২৯।০৫।২০২২ তারিখ। দুইদিন  ব্যাপী ফল- হারিনি আমাবস্যা উপলক্ষে বহুদূর দুরন্ত  থেকে ভক্তরা আসেন ত্রিনয়নী আশ্রমের, সেখানে হোম ও যজ্ঞ করার জন্য।
এই ফল-হারিনি অমাবস্যা উপলক্ষে ৭০০ জন আসেন তাদের জন্য  অন্যভোগ প্রসাদ এর ব্যাবস্থা করা হয।
এই আশ্রম এর পক্ষ থেকে। ত্রিনয়নী আশ্রম এর প্রতিষ্ঠাতা শ্রী শিশির কুমার শর্মা সহযোগিতা গত দু'বছর করোনা আব্যহে অসহায় মানুষের পাশে কম্বল, শাড়ি,ছোটদের বই ও খাতা এবং ওষুধ দিয়ে সাহায্য করেন।
ত্রিনয়নী আশ্রম এর প্রতিষ্ঠাতা শিশির কুমার শর্মা পরোলক হবার পর তার উত্তরসূরী ওনার ভাইপো রুদ্র নারায়ণ শর্মা ও উদিত নারায়ণ শর্মা এই আশ্রমের যাবতীয় ভার দায়িত্ব সামলে আসছেন। প্রধান পুরোহিত হিসাবে দায়িত্ব নেন আলাপন ভট্টাচার্য।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....