অগ্রিম কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান

 

নিজস্ব প্রতিনিধিঃ ২৫ই মে, ২০২২, প্রেস ক্লাব, কলকাতা সকল অতিথিদের স্বাগত জানাচ্ছেন মিস্টার অভিজিৎ চ্যাটার্জি, চেয়ারম্যান, অ্যাসেন্টিভ এডুকেয়ার লিমিটেড অভিনন্দন জানান মিসেস সায়ানি চ্যাটার্জি, এমডি, অ্যাসেনসিভ এডুকেয়ার লিমিটেড। অগ্রিম কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ব্যবস্থাপনা (APIM) অ্যাসেনসিভ এডুকেয়ার লিমিটেড এবং উপস্থিত ব্যক্তিবর্গকে উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়। সকল বিশিষ্টজনের হাতে প্রদীপ প্রজ্জ্বলন হয়।

সাবাই মিলে ও জাতীয় সঙ্গীত করেন এবং  মিস্টার সমর বিশ্বাসের বক্তৃতা এআইএসইসিটি লিমিটেড, পশ্চিমবঙ্গের সিনিয়র সদস্য/রাষ্ট্র প্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  (১) মিস্টার পুস্পেশ কুমার (পাঞ্জাব নেশন ব্যাঙ্ক), (২) মিস্টার দেব দত্ত (ভান্ডারী অটোমোবাইলস), (৩) মিস্টার নীলাদ্রি (গোদরেজ কোম্পানির), (৪) মিস্টার রহমান (গোদরেজ কোম্পানির), (৫) মিস্টার সমর বিশ্বাস (আর এন ঠাকুর বিশ্ববিদ্যালয়)  (৬) মিস্টার প্রবীর কুমার চক্রবর্তী (জিনিয়াস ফাউন্ডেশন) 


শিখতে শিখতেই আয়ের সুযোগ দেবে অ্যাসেনটিভ এডুকেয়ারের নতুন কোর্স শিখতেই আয় করুন। অল্প আয়ের পরিবারের উদ্যমী তরুণ-তরুণীদের জন্য এমন সুবিধাযুক্ত নতুন কোর্স আনল অ্যাসেনটিভ এডুকেয়ার লিমিটেড। শিল্পমহলের আজকের দিনের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিতে রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটির সঙ্গে যৌথ উদ্যোগে এল এই অ্যাডভান্সড কোর্স। পাঠ্যক্রমটির বৈশিষ্ট্য হল, তি মাসের প্রশিক্ষণ শেষে শুরু হয়ে যাবে অন জব ট্রেনিং বা ওজিটি। ছাত্রীছাত্রীদের বিভিন্ন শিল্পবাণিজ্য ক্ষেত্রে যুক্ত করে প্রশিক্ষণ চলবে।

একাধারে শেখার পালা চলবে, পাশাপাশি আয়ও করতে পারবেন তাঁরা। ওজেটি শেষ হলে প্লেসমেন্ট পাবেন ছাত্রছাত্রীরা। প্রশিক্ষণের খরচের জন্য ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের শিক্ষাঋণের ব্যবস্থাও আছে। অ্যাসেনটিভ এডুকেয়ার লিমিটেড-এর তরফে অভিজিৎ চট্টোপাধ্যায় বলেন, উদ্যমী তরুণ-তরুণীদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে এই কোর্স। শুরু করতে পেরে আমরা উচ্ছ্বসিত।

প্রসঙ্গত, গত ১০ বছর ধরে ন্যাশনাল স্কিল ডেভলপমেন্ট কর্পোরেশন-এর নানান বাস্তবোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে অ্যাসেনটিভ এডুকেয়ার লিমিটেড। জাতীয় শিক্ষা নীতি ঘোষিত হওয়ার পর এখন সময় এসেছে প্রশিক্ষণ আরও বেশি বাস্তবিক ও শিল্পক্ষেত্রে কাজের উপযোগী করে তোলার। সেকথা ভেবেই এল নতুন পাঠ্যক্রম।

কেন অ্যাসেনসিভ এডুকেয়ার?

(১) শিল্প অনুমোদিত এবং NEP সংযুক্ত পাঠ্যক্রম, (২) ১ লাখ+ সন্তুষ্ট ছাত্র, (৩) ১৪ টি রাজ্য জুড়ে সমস্ত কেন্দ্রে প্লেসমেন্ট সেল, (৪) শেখার সময় উপার্জনের সুযোগ, (৫) বৈজ্ঞানিক ও ব্যবহারিক শিক্ষণ পদ্ধতি, (৬) বিশ্বব্যাপী স্বীকৃত পাঠ্যক্রম,  (৭) দেশ জুড়ে ১৫৪+ কেন্দ্র, (৮ ) ৫০০+ গ্লোবাল ফ্যাকাল্টি পুল (ডোমেন বিশেষজ্ঞ) (৯) ইন্টারেক্টিভ গ্রুমিং সেশন,  (১০) স্কিল লোন সুবিধা সরকারি/প্রাইভেট থেকে পাওয়া যায়। আর্থিক প্রতিষ্ঠান,

আমাদের ছাত্র কাজ করছে.......

আমরি হসপিটালস, সেনকো ডল্ড এবং ডায়মন্ডস, বিবিজু'স, ফ্লিপকার্ট, অমাজন, শ্রীরাম, ফোনপে, মাহিন্দ্রা ব্যাঙ্ক,

এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস, indusind ব্যাংক , হুন্ডাই এবং ভান্ডারী অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড, ২৯ বছর ট্রাস্ট, জনশক্তি গ্রুপ, একটিভ ক্রোমওয়েল নিষ্কাশন, ভিসকন রাব্বার প্রাইভেট লিমিটেড, ক্রোমওয়েল ইঞ্জিনিয়ারিং, রুবেল, peocit, ইলেক্ট্রনিকা প্লাস্টিক মেশিন, কানেকসন্স ডিরেক্ট, PRETTL গ্রুপ, পেস প্রাইভেট লিমিটেড, জুবিন আইটি প্রা. লিমিটে, পদ্মশ্রী গ্রুপ, উইন্ডো টেকনোলজি প্রা.লিমিটেড, আইটি কর্নার, বোধন গোল্ড লোন, রমেশ গুপ্তা অ্যান্ড কোং , জি টেক কম্পিউটার শিক্ষা, সিলিকন ভ্যালি, ফটো গিফট ওয়ার্ল্ড, অ্যাডওয়েলথ স্টক ব্রোকিং প্রাইভেট লিমিটেড, ভেলারুধ ইনফোটেক প্রাইভেট লিমিটেড, প্রাইম ফ্যাশ, ইমপ্যাক্ট ইভেন্ট ম্যানেজমেন্ট এবং আরো অনেক।

  

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়