মোবাইল পার্সেল ভ্যানের পরিষেবা চালু.....

 

নিজস্ব প্রতিনিধিঃ 8 ঠা ফেব্রুয়ারি ২০২২বারাসাত তার নিকটবর্তী এলাকার জন্য মোবাইল পার্সেল ভ্যানের পরিষেবা চালু করে বারাসাত পোস্টাল ডিভিশন 

পার্সেল গ্রাহকদের বাড়ি বা অফিসে পৌঁছে গিয়ে পার্সেল সংগ্রহ করা এবং বুকিং করার মাধ্যমে গ্রাহকদের সময়, যাতায়াতের খরচ, সর্বোপরি কায়িক পরিশ্রম  হ্রাস করাই ছিল বারাসাত ডাক বিভাগীয় শাখার প্রধান উদ্দেশ্য

পরবর্তীতে ১৩ মে ২০২২ বসিরহাট জোনে এবং ২৩ শে মে ২০২২ হাবরা  জোনেও এই মোবাইল পার্সেল ভ্যানের জনমুখী পরিষেবা চালু করেন বারাসাত ডিভিশনের সুপারিনটেনডেন্ট শ্রী অরূপ কুমার দাস মহাশয়

আজ ২৪ শে মে ২০২২ তারিখে বারাসাত হাবরা এবং বসিরহাট অঞ্চলের কিছু সরকারি দপ্তরের আধিকারিক বৃহৎ কিছু বেসরকারি সংস্থা এবং মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে একটি কাস্টমার "মিটআপের" আয়োজন করেন বারাসাত ডিভিশনের সুপারিনটেনডেন্ট শ্রী অরূপ কুমার দাস 

সভায় উপস্থিত প্রায় ৪০ জন গ্রাহকদের থেকে আলাদা আলাদা করে প্রত্যেকের মূল্যবান মতামত শোনেন শ্রী অরূপ কুমার দাস এবং কিভাবে এই পার্সেল পরিষেবা আরো উন্নত করা যায় সেই বিষয়েও সাবলীল আলোচনা হয় সমস্ত আলোচনা থেকে গ্রাহকদের সন্তুষ্টি প্রকাশিত হয় মুক্তকণ্ঠে ডাক বিভাগের এই ধরনের মানবিক এবং ব্যবসায়িক প্রয়াস সত্যিই প্রশংসনীয়


 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....