এক ঐতিহাসিক সম্মেলন এর সাক্ষী থাকলো কলকাতা।
কলকাতা :নিজস্ব সংবাদদাতা : এক ঐতিহাসিক সম্মেলন এর সাক্ষী থাকলো কলকাতা। ১৫ ই মে বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে বিশ্ব পরিবেশ রক্ষার উপর এক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। দেশ বিদেশ থেকে এই সেমিনারে যোগ দিতে আসেন সাত শত এর অধিক সমাজ কর্মী, বুদ্ধিজীবী, পরিবেশবিদ, বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী, শিল্পপতি সহ একাধিক গুণীজন। সাংবাদিক দের এক প্রশ্নের উত্তরে বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম জানান মূলত বিশ্ব শান্তি ও সংহতির বার্তা পৌঁছে দিতে, বিশ্ব উষ্ণয়ণ ও বিশ্ব পরিবেশ রক্ষার উপর গুরুত্ব দিতে এই সেমিনারের আয়োজন । তিনি জানান আগামী ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে ভারতের বিভিন্ন রাজ্যে ও পড়শীদেশ বাংলাদেশেও বৃক্ষরোপন করার উদ্যোগি হবে ফাউন্ডেশন। প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাজাহান মন্ডল, কেন্দ্রীয় নেতৃত্ব স্বামী সত্য রূপনন্দজী, কেন্দ্রীয় নেতৃত্ব অর্চন কান্তি দাস, রাজ্য সহ সভাপতি আলফাজ হোসেন, রাজ্য কনভেনর মফিজুর রহমান , কেন্দ্রীয় নেতৃত্ব লিয়াকত হোসেন, কেন্দ্রীয় নেতৃত্ব ডঃ প্রসন্ন সাহা, দিল্লি প্রদেশ কনভেনর ডা. নূর ইসলাম বিশ্বাস,মহারাষ্ট্র রাজ্য কনভেনর জে. কে মন্ডল, ওড়িশা রাজ্য কনভেনর পুলক পাল, বাংলাদেশ কনভেনর জহিরুল ইসলাম খোকন, রাজ্য শিক্ষা সচিব ডঃ আবুল কালাম,রাজ্য নেতৃত্ব কাইচ খান, মুরাদ হোসেন সহ একাধিক নেতৃত্বদের উদ্যোগে চলতি আর্থিক বছরে ১ লক্ষ ৩০ হাজার চারাগাছ লাগানোর লক্ষ্য মাত্রা নিয়ে এগিয়ে যেতে চায় বেডস পরিবার | পাশাপাশি রক্তদান, থ্যালাসেমিয়া, সবার জন্য শিক্ষার অধিকার রক্ষা সহ ২১ দফা সামাজিক কর্মসূচির উপর জোর দেবে বেডস পরিবার |আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমানের সহযোদ্ধা স্বাধীনতা সংগ্রামী সম্মানীয় ওয়ালয়ার রহমান খান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় বিধায়ক কাজী আব্দুর রহমান (দিলু )।
বেডসের পক্ষ থেকে সায়েন্স সিটি অডিটোরিয়াম এর মঞ্চ থেকে সোসাইটি ডেভেলপমেন্ট এক্সসেলেন্স অ্যাওয়ার্ড এ ভূষিত হন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপিকা ড.হামিদা খাতুন, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. হীরা সবাইন্,বাংলাদেশের বান্দারবন গাজলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দে, পঞ্চগর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, ময়মনসিং ডিস্ট্রিক্ট বার এসোসিয়েশন এর সভাপতি ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রায়, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আকরাম হোসেন,নারায়ণগঞ্জ পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাকসুদা পারভীন, বাংলাদেশ অটোমোবাইল মেনুফ্যাকচারার এসোসিয়েশন এর সভাপতি মোকসেদ আলী, সঙ্গীত শিল্পী অনিসা বিনতে আব্দুল্লাহ, প্রফিট ফাউন্ডেশন এর এক্সেকিউটিভ ডিরেক্টর নুরুজ্জামান আহমেদ, সিঙ্গাইর উপজিলা আওয়ামী যুব লিগের সভাপতি তামিজ উদ্দীন, বিশিষ্ট শিল্পপতি ফ্লাবিয়া ফ্রেস এর কর্ণধার শিব প্রসাদ গোস্বাইন,বিশিষ্ট সমাজসেবী আব্দুল খালেক, বাংলাদেশের অতিথিদের দায়িত্বে ও ভারত বাংলাদেশ মৈত্রী উৎসবের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের অবাক পৃথিবীর সম্পাদক জহিরুল ইসলাম খোকন ও ৭১ মিডিয়া মিশন এর কর্ণধার আর. কে. রিপন। পশ্চিমবঙ্গের ২৩ টি রাজ্য থেকে বেডসপরিবারের দায়িত্বশীল কর্মকর্তারা বেডসের নবম বর্ষ রাজ্য সম্মেলন এ যোগ দিতে আসেন। বিশ্ব শান্তির বার্তা দিতে উপস্থিত ছিলেন শ্রী রামকৃষ্ণ সারদা মিশন এর মহারাজ, সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক বৌদ্ধ ধর্মগুরু ড. জিন বোধি ভিক্ষু মহারাজ, মুসলিম ধর্মগুরু মোঃ আজিজউদ্দিন,সাংবাদিক আব্দুল কাইয়ুম,সমাজসেবী আবু সিদ্দিক খান, আন্তর্জাতিক কবি সাহিত্যিক আরণ্যক বসু সহ বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব শিল্পপতি রেজাউল করিম,উদ্যোগপতি বিজয় জৈন, ডা. বেদারুল ইসলাম, বেডসের মিডিয়া কনভেনর সাংবাদিক হীরণ ঘোষাল,শিক্ষক বিশ্বজিৎ দত্ত, শিক্ষক সুখময় সাহা, বীরভূম থেকে সভাপতি মীর আহাসান আলী, সোমা হাজরা, বর্ধমান থেকে সাহিত্যিক আশরাফি খাতুন,মোঃ ইস্রাফিল, মোঃ ইসমাইল, আলিপুরদুয়ার থেকে জ্যোতি প্রসাদ ঘোষাল, নদীয়া থেকে আব্দুল মালেক, সফিকুল ইসলাম সহ বিশিষ্ট জনেরা ।
Comments
Post a Comment