বন্ধু স্বর্গীয় স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির
নিজস্ব প্রতিনিধিঃ আগরপাড়া কোভিড ফোরাম আয়োজিত বন্ধু স্বর্গীয় পানিহাটি পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অনুপম দত্তর স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির ও কবি প্রণাম এবং মাটির গান অনুষ্ঠান হয়। একদিকে মাতৃ দিবস এবং আবার বিশ্ব রেডক্রস দিবসও। আগরপাড়া কোভিড ফোরামের উদ্যোগে দ্বিতীয় স্বেচ্ছায় রক্ত দান শিবিরটি অনুষ্ঠিত হলো তাদের। এই গরমের মধ্যেও প্রায় ৬০ জন স্বেচ্ছায় রক্ত দাতাদের উপস্থিতি ও অংশগ্রহণ উল্লেখ করার মতো। এই স্বেচ্ছায় রক্ত দান শিবিরটি পানিহাটি পৌরসভা ৮ নং ওয়ার্ডের পৌরপিতা স্বর্গীয় অনুপম দত্তের(ধলু) স্মৃতির উদ্দেশ্যে মঞ্চ ছিল আগরপাড়া পাঠাগার প্রাঙ্গণে এক উজ্জ্বল নক্ষত্রে। আগরপাড়া কোভিড ফোরামের সম্পর্কে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না।করোনা অতিমারী পরিস্থিতি থেকে শুরু করে ইয়াস কবলিত দুর্গতদের সাহায্য,অসুস্থদের অক্সিজেন সরবরাহ, খাদ্য সরবরাহ,শিক্ষার্থীদের জন্য ফ্রী কোচিং সেন্টার সত্যি এক কথায় অনবদ্য। কোভিড ফোরামের মানবিক উদ্যোগগুলোকে সাধুবাদ জানাই । আন্তরিক অভিনন্দন জানাই আগরপাড়া কোভিড ফোরামের সদস্যদের। আন্তরিক অভিনন্দন জানাই আগরপাড়া ইউথ্ রিক্রিয়েশন সেন্টারকেও।তাদের কর্ম প্রচেষ্টা মুগ্ধ করেছে। আর ছিল কবিপ্রণাম ও মাটির গান। বৈশাখী সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় কচিকাঁচা শিশুশিল্পীদের অংশ গ্রহণ যেন সব পেয়েছি আসরে ফুলের ওপর প্রজাপতিদের পাখা এক আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন-স্বপন-মাখা। এর সাথে পশ্চিমবঙ্গ তথ্য সম্প্রচার দফতরের শিল্পীদের 'মাটির গান' অতুলনীয় স্বাদের বৈচিত্র্যময় এক সাংস্কৃতিক পরিবেশে মন জুড়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোভিড ফোরামের সভাপতি বিশ্বনাথ দে, পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং বিধানসভা মুখ্য সচেতক নির্মল ঘোষ, ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, কাউন্সিলর মৌসুমী ঘোষাল, যুলি সরকার, পাত্র তনুশ্রী পাল ভৌমিক , জয়ন্ত দাস , প্রবীর ভট্টাচার্য , তারক গুহ , প্রাক্তন কাউন্সিলর তন্দ্রা ঘোষ আরো অনেকে।
Comments
Post a Comment