সারাদিন শুনতে পাবেন নাটক, নাটকের গান, নাটকের গল্প.....
নিজেস্ব প্রতিনিধি- আমাদের এখন সবার কাছে স্মার্টফোন সবকিছুই হাতের মুঠোর মধ্যে, স্মার্টফোন এর মাধ্যমে আমরা সারা বিশ্বের যে কোন জিনিস কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের মধ্যেই দেখতে পাই আমাদের স্মার্টফোন। বিভিন্ন ধরনের App আছে, যার যেরকম ধরনের App প্রয়োজন ঠিক সেরকম App তারা Google Play Store থেকে Download করে নেন।
নাটক নিয়ে কাজ করতে করতেই মনে হয়েছিল যে নাটকের জন্য এমন কিছু করা দরকার। আর তাই তৈরি করে কলেন TOT Radio (টাইমস্ অব থিয়েটার (www.timesoftheatre.com) সেই কথা ভেবে ৯ মে, ২০২২২, কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন টাইমস অফ থিয়েটার এর ডাইরেক্টর সুভময় বসু এবং বিপ্লব দাশগুপ্ত, শমীক বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায, সৌমিত্র বসু , মুরারি রায়চৌধুর, উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকে। TOT টাইমার অফ থিয়েটায়ে আপনারা যখন ইচ্ছে হবে তখনি এই রেডিওতে আপনারা সারাদিন শুনতে পাবেন নাটক, নাটকের গান, নাটকের গল্প, নাটকের কুইজ, ছোটোদের নাটক এবং নাটক সম্বন্ধীয় আলোচনা এবং জানতে পারবেন নাটকের খবর! জানতে পারবেন কোথায় কোন নাটক হচ্ছে।আমাদের সঙ্গে এই রেডিওতে থাকছেন অনেক গুণীজন আমরা সঙ্গে (১) শমীক বন্দ্যোপাধ্যায় (২) বিপ্লব দাশগুপ্ত (৩) জগন্নাথ ও ঊর্মিমালা বসু (৪) সৌমিত্র বসু (৫) সঞ্চয়িতা ভট্টাচাৰ্য (৬) অংশুমান ভৌমিক (৭) প্রদীপ মিত্র (৮) মুরারি রায়চৌধুরি (৯) বনানী মুখোপপাধ্যায় (১০) ইন্দ্রনীল (আমেরিকা থেকে) তাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শোনা যাবে TOT রেডিও App এ। এই TOT রেডিও App টি তিনটি ভাষায় বাংলা, হিন্দি এবং ইংলিশ এখানে অনুষ্ঠিত হবে।কেন Radio বলা হচ্ছে ?
রেডিওতে যেমন আমরা নির্দিষ্ট সময়ে কিছু অনুষ্ঠান শুনতে পাই, তেমনি এখানেও তাই শোনা যাবে। আবার পরবর্তীকালে যদি কেউ সেই
পূর্ণ সম্প্রচারিত অনুষ্ঠান শুনতে চান, তাও পারবেন। প্রতিটি
অনুষ্ঠান শুরু হবার আগেয় যাঁদের মোবাইলে এটি ডাউনলোড করা আছে তাঁদের সবার কাছে
বার্তা পউছেয় যাবে।
টাইমস অফ থিয়েটার আজকের এই ব্যাস্ত জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে নাটকেও অন্যতম বিনোদনের মাধান করে তোলার প্রচেষ্টা। নাটকের জন্য তৈরি একটি বিকল্প প্ল্যাটফর্ম।
কি ভাবে TOT Radio App এ অংশগ্রহণ
করবেন।
(১) আপনার অনুষ্ঠান প্রচারের জন্য আপনাকে আপনার পূর্ববর্তী
কাজের নমুনা পাঠাতে হবে। (২) আমাদের বিচারকমণ্ডলী আপনার নমুনা শুনবেন এবং আপনি
মনোনীত হলে, আপনাকে আমরা জানাব। (৩) আপনি যে কাজটি সম্প্রচার করতে চান, সেটির
সারমর্ম পাঠাতে হবে। (৪) রেকর্ডিং এ যাবার আগে আপনাকে একটি audition দিতে
হবে।
অন্যান্য নিয়ম
১. গল্পের লেখক, নাট্যকার, আবহ
এই সব কিছুর অনুমতি পত্র আপনাকে আমাদের কাছে পেশ করতে হবে।
২. আপনার কাজ যদি আগে অন্য কোথাও সম্প্রচারিত হয়
তাহলে সেটি এখানে সম্প্রচার করতে গেলে, তারও আনুমতি লাগবে।
৩. নাটকের রেকর্ডিং আমাদের স্টুডিওতে করতে হবে, কারন
সেখানে আমাদের অনুমোদিত লোক থাকবে।
৪. কাজ সম্পূর্ণ হবার পরে, আপনার
কাজটি কবে সম্প্রচারিত হবে তার তারিখ জানিয়ে দেওয়া হবে।
Comments
Post a Comment