শুভ অক্ষয় তৃতীয়া তারাপীঠে
নিজস্ব প্রতিনিধি-শুভ অক্ষয় তৃতীয়া ও পবিত্র ঈদ উৎসবের উপলক্ষে বীরভূম জেলার তারাপীঠ স্থিত মাতৃসাধক পরম পূজা গুরুদের স্ত্রী শিশির কুমার শর্মা
প্রতিষ্ঠিত ত্রিনয়নী আশ্রমে শ্যাম, শ্যামা ও মা মনসা দেবীর মন্দিরের ২৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে মহাসমারোহো পবিত্র এই দিনে আশ্রম প্রাঙ্গনে পরম পূজ্য শ্রীগুরুদেবের বিগ্রহ ও সমাধি মন্দিরের শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীগুরুদেবের অত্যন্ত প্রিয় ও আশীর্বাদ ধন্য সুপ্রিম কোর্টের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী শ্রী জয়দেব মুখার্জী, বিশিষ্ট আইনজীবী সুরঞ্জন দাশগুপ্ত, বিহারের স্বনামধন্য ব্যবসায়ী বিক্রমাদিত্য ঘোশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাজীব সিনহা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন আশ্রমে বহু মানুষ ভোগ-প্রসাদ গ্রহণ করেন। প্রতি বছর তারাপীঠে প্রসিদ্ধ ত্রিনয়নী আশ্রমে মহাসমারোহে পালিত হয় প্রতিষ্ঠা উৎসৰ কিন্তু ২০২১ সালে ১লা মে পরম পূজ্য শ্রী গুরুদেব ইহলোক ত্যাগ করেন। তাই গত বছর কোনও অনুষ্ঠান হয়নি। এবারের অনুষ্ঠানে তাই পরম পূজা শ্রী গুরুদেবকে বিশেষভাবে আলোকিত করা হয়েছে।
Comments
Post a Comment