স্পোকিং ইংলিশ এবং কম্পিউটার প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে

 


দীপ মিস্ত্রী- পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বালুরচর খেলার মাঠ প্রাঙ্গনে আয়োজিত হয় স্পোকিং ইংলিশ এবং কম্পিউটার প্রশিক্ষণের নতুন এক কোচিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের। যেখানে চাকরির নানারকম পরীক্ষা এবং কম্পিউটারের বিষয় নানারকম কোর্স করার সুবিধা দেওয়া হবে বিনামূল্যে। কামাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তমাশ্রী বন্দোপাধ্যায়ের তত্ত্বাবধানে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের হাত দিয়ে ফিতে কেটে এই বিনামূল্যে কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এই দিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে স্পোকেন ইংলিশের বই বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে।

সাংসদ সৌগত রায় তিনি বলেন কামারহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের এটা একটা মহৎ প্রচেষ্টা এবং এরা যে  ভেবেছে, এখানে প্রশ্ন হচ্ছে সবাই শুরু করে কিন্তু কেউ চালিয়ে যেতে পারে না আমি এদের বলেছি যদি দুই/তিন মাস চালিয়ে যেতে পারে, আমি দেখি আমি নিজে ওদের সাহায্য করব আমি নিজে ওদের এখানে ক্লাস নেব নবনির্বাচিত কাউন্সিলর এর মহৎ উদ্যোগ আমাদের সাংসদ তহবিল টাকা দিতে পারি, যদি ওদের নিজের Register Body থাকে,  সাংসদ তহবিল টাকা দিয়ে আরও কম্পিউটার কিনতে পারে সাংসদ তহবিল থেকে যথাযোগ্য সাহায্যের আশ্বাস দেন সাংসদ সৌগত রায়ের। কামারহাটি পৌরসভার অন্য কোন ওয়ার্ডে যদি কেউ করে আমি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবো।  

কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গপাল সাহা তিনি বলেন আজকে আমি এতটাই আনন্দিত, আমি যা শুনে এসেছিলাম, যা ভেবে এসেছিলাম যা তার থেকে অনেক বেশি আমি পেয়েছি আমাদের সবার গর্ব হয়। কামারহাটি পৌরসভা ৩১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা  তমাশ্রী বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে এবং প্রচেষ্টা  করে এটা করেছে আমার ভীষণ ভাবে মনে  লেগেছে। আমি চেষ্টা করবো বাকি ৩৪ টা ওয়ার্ডের যদি এরকম উদ্যোগ নিতে আমরা পারি। এখনতো দুয়ারে সরকার এবং স্পোকিং ইংলিশ এবং কম্পিউটার প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে করে। তমাশ্রী বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে গেল।

কামারহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান তুষার চ্যাটার্জি  তিনি বলেন  আমাদের সাংসদ যে কথা বললেন যে কোন কাজ নিচে থেকে উঠে আশা উচিতযারা এই ধারনের কাজ করবেন তাদেরকে সাধুবাদ  জানানো উচিত সার্বও সব রাজনীতির ঊর্ধ্বে থেকে এইরকম যখন কোন শিক্ষামূলক আপগ্রেডেশন কোন প্রশ্নে যখনি যেরকম কাজ হবে সাংসদ

বলেন আমি সব রকম ভাবে সাহাজ্য করবেন। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে কামারহাটি পৌরসভার ৩১ ওয়ার্ডের  কম্পিউটার প্রশিক্ষণ এবং স্পোকেন ইংলিশ সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ শুরু করতে চলেছেব্যক্তিগত আমাকে বলবে ওনাদের আমি সাহায্যের হাত বারিয়ে দেবো এবং যদি পাশে থেকে আরো ভালো করে কাজ কারা যায়ে। বেকারকে যদি দূর করা যায় কিন্তু স্বনির্ভর এইরকম একটা উদ্যোগকে সাধুবাদ জানাই আমি পাশে থাকব। যারা এই ধরনের কাজ করবেন তাদের সাথে আমি আছি।

প্রমিত বন্দোপাধ্যায় জানান ৩১ নম্বর ওয়ার্ড কামারহাটি পৌরসভার পৌরমাতা তমাশ্রী বন্দোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং সব অধিবাসী বৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় স্পোকিং ইংলিশ এবং কম্পিউটার প্রশিক্ষণ শুরু করতে চলেছে এবং পাশাপাশি আমরা চাকরির বই ও ইংরেজি বই এবং পেন্টাতে এবং শিক্ষার মানুষের হাতে মানুষজনের হাতে তুলে দিয়েছি শিক্ষার প্রস্রাব ঘটাতে এবং শিক্ষার প্রসার কে আরো দূরে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই ছোট্ট প্রয়াস সমৃদ্ধ সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এখানে এখন পর্যন্ত ৩০০ জন নাম লিখিয়েছেন কম্পিউটার শেখার জন্য এবং স্পোকেন ইংলিশ শেখার জন্য ২০০ জন নাম লিখিয়েছেন  আমরা ঠিক করেছি সপ্তাহে তিনদিন করে ক্লাস করানো হবে। ভবিষ্যতে আমরা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করব এমএলএ, এমপি এবং চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সবার সই থাকবে।

 

 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....