Posts

Showing posts from April, 2022

স্পোকিং ইংলিশ এবং কম্পিউটার প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে

Image
  দীপ মিস্ত্রী- পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বালুরচর খেলার মাঠ প্রাঙ্গনে আয়োজিত হয় স্পোকিং ইংলিশ এবং কম্পিউটার প্রশিক্ষণের নতুন এক কোচিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের। যেখানে চাকরির নানারকম পরীক্ষা এবং কম্পিউটারের বিষয় নানারকম কোর্স করার সুবিধা দেওয়া হবে বিনামূল্যে। কামাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তমাশ্রী বন্দোপাধ্যায়ের তত্ত্বাবধানে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের হাত দিয়ে ফিতে কেটে এই বিনামূল্যে কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এই দিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে স্পোকেন ইংলিশের বই বিতরণ করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে। সাংসদ সৌগত রায় তিনি বলেন কামারহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের এটা একটা মহৎ প্রচেষ্টা এবং এরা যে   ভেবেছে , এখানে প্রশ্ন হচ্ছে সবাই শুরু করে কিন্তু কেউ চালিয়ে যেতে পারে না । আমি এদের বলেছি যদি দুই / তিন মাস চালিয়ে যেতে পারে , আমি দেখি আমি নিজে ওদের সাহায্য করব আমি নিজে ওদের এখানে ক্লাস নেব । নবনির্বাচিত কাউন্সিলর এর মহৎ উদ্যোগ আমাদ...

বসন্ত উৎসবের আয়োজন

Image
গত ২৭ শে মার্চ ভারতীয় চারুকলার পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করেন, বিগত ২ বছর অতিমারির কারনে বন্ধ থাকা জন্য আবারো অনুষ্ঠানকে ছন্দে ফেরাতে তাদের এই কর্মসূচি সমগ্র অনুষ্ঠানের ভাবনা এবং পরিচালনায় ছিলেন শ্রী শুভজিৎ ঘোষ , অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট চিকিৎসক : ডক্টর শ্রী সমীর ঘোষ , ডাঃ মিতা ঘোষ , ডাঃ শ্রী জিডি স্বর্ণকার , ডাক্তার ভারতী স্বর্ণকার , উপস্থিত ছিলেন ভারতীয় চারুকলা মন্দির এর সম্পাদক:শ্রী রনজিত ঘোষ , বিমল সাহা (পৌর প্রতিনিধি) দেবযানী মুখার্জী (পৌর প্রতিনিধি) জয়ন্ত চৌধুরী , বিভাস দে , উপস্থিত ছিলেন : রবীন্দ্রসঙ্গীতে বিচারকমণ্ডলী অঞ্জনা ঘোষ , দেবযানী ঘোষ , পার্থ কুন্ডু , উপস্থিত ছিলেন : রবীন্দ্রনৃত্য বিচারকমণ্ডলী : ব্রততী ঘোষ (রায়) , আত্রেয়ী মজুমদার , ঋতুপর্ণা দত্ত , ভাষ্য পাঠে ছিলেন : শুভজিৎ ঘোষ ও সুকন্যা পাল , সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শ্রী শুভজিৎ ঘোষ , নাচ ও গানের মধ্য অনুষ্ঠানটি অপূর্ব সুন্দর মনোরম পরিবেশ গড়ে উঠেছিল। অঞ্জনা ঘোষ , তনিমা রায় , শিখা মুখার্জী , তাপীয়া চন্দ , সরলা রায় , অপরূপা ঘোষ , সোমদত্তা ঘোষ , তনুশ্রী দেবনাথ , মৃন্ময়ী মুখার্জি , এ্যানিশা বণ...