সাদা ফুলের পাপড়ি সাদা ফুলের মালা দিয়ে বসন্ত উৎসব উদযাপন

 

বলরাম বোস- ঠিক বসন্ত উৎসবের আগেই খুন হন তার বাড়ির পাশেই পানিহাটি পৌরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অনুপম দত্ত তিনি দোল খেলতে রং খেলতে খুব ভালবাসতে এবং অনেক ছোট ছোট ছেলে মেয়েদের কে নতুন জামাকাপড় কিনে দিতেন রং কিনে দিতেন অনেক বড় ক্ষতি নেই পাঞ্জাবি শাড়ি জামা কিনে দিতেন।

এই বসন্ত উৎসবে রং খেলবার জন্য কিন্তু এবছরের বসন্ত উৎসবে আজ আর অনুপম দত্ত আগরপাড়ার মানুষের মধ্যে নেই মৃত্যুর ঠিক কয়েকদিন আগেই নিজের হাতে লাগিয়েছিলেন একটি পলাশ গাছ তার খুব ঘনিষ্ঠ বন্ধু কে বলেছিলেন দোল উৎসবের সময় এই পলাশ ফুল আমাদের এই ক্লাবের সামনে রাঙিয়ে তুলবে কিন্তু আজ অনুপম দত্ত নেই

পলাশ গাছ

অনুপম দত্তের লাগানোর সেই পলাশ গাছটি ধীরে ধীরে বিকশিত হতে চলেছে অনুপম দত্ত কে স্মরণ করেই আজ সারা আগরপাড়া অঞ্চলে বসন্ত উৎসব কে বর্জন করে তার বাড়ির সামনে অনুপম দত্তের ক্লাব কিশোর সংঘ সামনে তার প্রতিকৃতি রেখে সেখানে বেশিরভাগ সবাই সাদা পাঞ্জাবি জামা সাদা শাড়ি পড়ে এসে সমবেত হয় তাঁর প্রতিকৃতিতে প্রথমেই অনুপম দত্তের সহধর্মিণী মীনাক্ষী দত্ত মালা দেন এবং মোমবাতি জ্বালান তারপরে এক এক করে সবাই তাঁর প্রতিকৃতিতে সামনে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং মোমবাতি জালানো হয় অনুপম দত্ত কোনদিনই তাদের মনের থেকে মুছে যাবে না আর তারা কোন সময় মনে করে না যে তাদের প্রিয় মানুষটি তাদের মধ্যে নেই আজ আগরপাড়া অঞ্চলের মানুষ এই ভাবেই বসন্ত উৎসব পালন করলেন অনুপম দত্তের প্রতিকৃতি সামনে সাদা ফুলের পাপড়ি সাদা ফুলের মালা দিয়ে বসন্ত উৎসব উদযাপন তাদের

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....