বিনামূল্যে থাকার ছাত্র নিবাস হাওড়ায়

রিপোর্ট- সুপ্রকাশ চক্রবর্তী- মেধাবী ছাত্রদের জন্যে এবার বিনামূল্যে থাকা খাওয়া ও পড়াশোনার জন্যে ছাত্র নিবাস  গড়ে উঠছে নবান্ন থেকে সামান্য দুরত্বে হাওড়ার ব্যাঁটরা থানার সানপুর জেলেপাড়া অঞ্চলে।

তিন তলা এই ছাত্রনিবাস তৈরি করছেন হাওড়ার প্রসিদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থা লক্ষী কাশী চ্যারিটেবল ফাউন্ডেশান। সংস্থার পরিচালক ডক্টর কাশীনাথ দাস বলেন, হোস্টেল ভবন তৈরির কাজ প্রায় শেষ। তিন তলায় ছাত্রদের থাকার জন্যে অত্যাধুনিক স্টিলের বেড ও আলমারি লাগানো হয়ে গেছে৷ দোতলার কাজও চলছে জোর কদমে। আর কয়েকদিন পর থেকেই ছাত্ররা থাকতে পারবে। 

তিনি বলেন, তাদের সংস্থা সারা বছর নানা সমাজসেবা মুলক কাজ করে। কোভিড কালে মানুষকে চাল, ডাল, আলু সহ নানা খাদ্যশস্য তুলে দিয়েছে। 

সেই সঙ্গে কোভিড নিয়ে মানুষকে সচেতন করতে টোটোতে করে কয়েক হাজার লিফলেট বিলি করেছেন তারা। কোভিড বাধা কাটিয়ে আবার যাতে ছাত্ররা পড়াশোনা করতে পারে ,সেজন্য মাত্র কয়েক মাসের মধ্যেই এই তিন তলা ছাত্র নিবাস  গড়ে তোলা হয়েছে। 

তিনি জানান, ২০১৮/২০১৯ সালের উচ্চমাধ্যমিকে  অফলাইন পরীক্ষায় যারা ৯০ শতাংশের উপর নম্বর পেয়েছেন সেইসব ছাত্ররা জেলা শাসক ও পুলিশ কমিশনারের সুপারিশ পত্র ও ক্যারেকটার সার্টিফিকেট নিয়ে আবেদন করতে পারবেন। 

এখানে নিখরচায় পড়াশোনার পাশাপাশি ছাত্ররা অবসর সময়ে গরীব ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে শিক্ষাদান করতে পারবে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে।  

আগ্রহী পড়ুয়ারা প্রতিদিন বেলা ১০ টা থেকে ১২ টার মধ্যে যোগাযোগ করতে পারবেন ফোন করে। ফোন নম্বর - ৮২৭৪৮৯৫৪৭৯ 

অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন হাওড়ার ব্যাঁটরা থানার অন্তর্গত ১৯/৩/১ ভগবান চাটার্জী লেনে লক্ষী কাশী চ্যারিটেবল ফাউন্ডেশানের অফিসে।  

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....