রাজ্যে কোন শিল্পই গড়ে ওঠেনি।

রিপোটার: মৃণাল কান্তি সরকার- 

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরেও এখনো পর্যন্ত রাজ্যে কোন শিল্পই গড়ে ওঠেনি। যার ফলে দিনকে দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা। এমতাবস্থায় এম এস এম ই ফোরামের পশ্চিমবঙ্গের দায়িত্বে মমতা বিনানি সভাপতি পদে দায়িত্ব নিয়েই জানিয়ে দিলেন কেবলমাত্র কাজ পাওয়াটা লক্ষ্য নয়, প্রত্যেকটা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে সর্বতোভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন তিনি ও তাঁর এই সংস্থা।


বৃহস্পতিবার কলকাতার এক বেসরকারি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান রাজ্যে প্রচুর মহিলা এবং পুরুষ আছেন যারা এককভাবে কাজ করছেন কিন্তু অন্যরকমভাবে লক্ষ্যে পৌঁছাতে পারছেন না ফলে তাদের তৈরি জিনিসপত্র কারুর নজরেই আসে না। শুধুমাত্র জিনিস বানালেই হবে না তাকে সঠিক জায়গায় বিক্রি করতে হবে প্রয়োজনে সেই সব জিনিসকে বিদেশের বাজারে বিক্রি করার জন্য রাস্তা খুলে দিতে হবে আর সেই কাজ করার জন্যই তিনি এই দায়িত্বভার গ্রহণ করেছেন সভাপতি পদে। পশ্চিমবঙ্গের সংস্কৃতি তাকে নিয়ে যে একটা বড় মার্কেট করা যেতে পারে এতে কোন সন্দেহ নেই এবং সেই লক্ষ্যে তিনি প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এবার আবেদন করতে চলেছেন রাজ্যের এম এস এম ই দফতরের সঙ্গে যৌথভাবে যাতে কাজ করতে পারেন তিনি। তবে প্রথমেই তিনি জোর দিতে চান মহিলাদের কে নিয়ে পাশাপাশি এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মহিলারা প্রচুর পুতুল তৈরি করছেন যা বিদেশের বাজারে ব্যাপক চাহিদা আছে অথচ তার মূল্যই পারছেন না এই রাজ্যের মানুষ। কেবলমাত্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পই নয় আছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আর সেই সব কিছুকে নিয়ে মমতা বিনানী। 

ব্রাজ্জের মানুষের কাছে এক নতুন দিশা আনতে চলেছেন। প্রত্যেক পাড়া থেকে শুরু করে গ্রাম-গঞ্জ এবং বিভিন্ন মফস্বলে এবার তিনি ব্যাপকভাবে প্রচার করবেন যার ফলে তৈরি হবে প্রচুর ছোট এবং বড় টীম। এই টীমের দ্বারাই আগামী দিনে অনেক মানুষ বিভিন্ন উপায়ে নিজেদের শিল্পকর্মকে তৈরি করে সামনের সারিতে যেমন আনতে পারবেন ঠিক তেমনি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবেন। অপেক্ষা এখন শুধু সময়ের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সহযোগিতার হাত কত তাড়াতাড়ি বাড়িয়ে দেবেন মমতা বিনানীর দিকে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....