দুর্ভোগ পড়তে হলো সাধারণ মানুষ



বলরাম বোসঃ খরদা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফলে বন্ধ হল 78/1 বাস চলাচল দুর্ভোগ পড়তে হলো সাধারণ মানুষকেরহড়া থেকে বাবুঘাট পর্যন্ত 78/1-2 রুটের বাস পরিষেবা চলছে দীর্ঘ কয়েক দশক ধরে। গত দুদিন আগে বাস ইউনিয়নের প্রধান উপদেষ্টার তাপস পালের মৃত্যু হয়। এরপর গতকাল মধ্য রাতে কে বা কারা বাস ইউনিয়নের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তুলে পোস্টার লাগানো হয় রহড়ার বিস্তীর্ণ অঞ্চলে। অভিযোগ পোস্টারের একেবারে নিচের লাইনে লেখা হয় অসহায় বাস শ্রমিক। 

এতে ক্ষুব্ধ হয় বাসচালক সহ কন্ট্রাক্টর এবং সহকারীরা। প্রতিবাদে আজ সকাল থেকেই বাস পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন তারা। তাদের অভিযোগ কতিপয় স্বার্থান্বেষী মানুষ তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যই বাস শ্রমিকদের নাম ব্যবহার করেছেন। এটাই তাদের প্রতিবাদের প্রধান কারণ।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়