Posts

হুগলিতে পথসভা ২১-শে জুলাইয়ের সমর্থনে সভায় উপস্থিত ছিলেন পৌরপ্রধান

Image
বেবি চক্রবর্ত্তী: হুগলি:- হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ৬ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় চুঁচুড়ার বালির মোড়ে ২১-শে জুলাইয়ের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হলো।উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়,যুব সভাপতি তন্ময় রায়,কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, জয়দেব অধিকারী, রিতা দত্ত সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গরা। পাশাপাশি এই সভা থেকে ২১ শে জুলাই বর্বরচরিত ঘটনা তুলে ধরা হয় এবং সিপিএমের আর্মাদ বাহিনীর অত্যাচারের ঘটনা বলেন। একই সাথে আগামী রবিবার ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্বরনে যাওয়ার অনুরোধ করেন অমিত রায়। পৌর প্রধান অমিত বলেন হুগলি জেলা থেকে রেকর্ড ব্যবধানে মানুষ এবার কলকাতা ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে শহিদ তর্পণে পৌঁছাবে। ঐদিন জেলা তথা শহরের বিভিন্ন ওয়ার্ডের পার্টি অফিস থেকে বিভিন্ন এলাকায় শহীদ স্মরণ পালন করে তারপর বিভিন্ন লোকাল স্টেশন থেকে নির্দিষ্ট সময় ট্রেন ধরে পৌঁছাবে কলকাতায়। জেলা সভাপতি অরিন্দম গুই বলেন সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে কলকাতায় যেতে হবে। হাওড়া স্টেশন থেকে ছবি তুলে বাড়ি চলে এলে হবে না তার কারণ কলকাতা ধর্মতলায...

২১ শে জুলাইয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মী সমর্থকরা

Image
বেবি চক্রবর্ত্তী:- আগামী ২১শে জুলাই এর কর্মসূচিতে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শুক্রবার জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে কলকাতার  উদ্যেশে রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ,দলের মহিলা যুব কর্মী সমর্থকরা। এছাড়াও তৃণমূল সমর্থক এবং জেলা সেক্রেটারি বিকাশ মালাকার এদিন সকলকে জল এবং খাবারের ব্যবস্থা করে দেন।  এদিন ২১শে জুলাই কর্মসূচির উদ্দেশ্যে যাওয়া কর্মীদের জন্য শিলিগুড়ি টাউন ব্লক ৩ আইএনটিটিইউসি নিউ জলপাইগুড়ি শাখার তরফে সহায়তা কেন্দ্র এবং টিফিনের ব্যবস্থা করা হয়।সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।এদিন প্রচুর কর্মী সমর্থক লাইনে দাঁড়িয়ে সেই টিফিন সংগ্রহ করে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন।পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখতে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।

২১-শে জুলাই সভার আগে কলকাতায় ফিরলেন সাংসদ অভিষেক ব্যানার্জী

Image
বেবি চক্রবর্ত্তী: কলকাতা শহরে একুশের ঢল। উত্তর থেকে দক্ষিণ, সব জেলা থেকে তৃণমূলের নেতা -কর্মী -সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন শুক্রবার সকাল থেকেই। শুক্রবার সকালেই কলকাতায় ফেরেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উৎসাহ-উদ্দীপনা চরমে। দলের নির্দিষ্ট করে দেওয়া জায়গা অনুযায়ী সল্টলেকের গেস্ট হাউসে উঠে পড়েছেন। আগামিকাল, শনিবার সকাল থেকেই দিনভর কর্মী-সমর্থকরা আসতে থাকবেন। রবিবার সকালেও হাজার হাজার কর্মী-সমর্থক আসবেন শহরে। সব মিলিয়ে একুশের শহিদ সমাবেশের প্রস্তুতি তুঙ্গে। এদিন দুপুরে নেতাজি ইন্ডোরে ভলান্টিয়ার মিটিং হল রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে। একুশের মঞ্চ এবং তার সংলগ্ন এলাকা খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এদিন কলকাতা পুলিশের তরফে স্নিফার ডগ নিয়ে বম্ব স্কোয়াড গোটা সভামঞ্চ চত্বর সরেজমিনে তল্লাশি চালায়। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সভামঞ্চ।

মায়ের কলমে নতুন করে প্রাণ পাচ্ছে র‍্যাগিংয়ের শিকার সৌরদীপ

Image
  র‍্যাগিং একদিন কেড়ে নিয়েছিল সদ্য বি.টেক-এ ভর্তি হওয়া সৌরদীপ চৌধুরীর প্রাণ। তাঁর মৃত্যুতে গর্জে উঠেছিল লেখিকা অর্পিতা সরকারের কলম। আর সেই অর্পিতার হাতেই উদ্বোধন হল সৌরদীপের মায়ের লেখা বই 'ছোটো-ছুটকির কেরামতি', যার মাধ্যমে ছেলের জীবনদীপ চির প্রজ্জলিত রাখতে চান একমাত্র সন্তানকে হারানো সুদীপা চৌধুরী। কলকাতা প্রেস বুকস থেকে প্রকাশিত হল সুদীপা চৌধুরীর লেখা বই 'ছোটো-ছুটকির কেরামতি'।  পরে হাইকোর্টে তার নিজের চেম্বারে বইটি প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।  সুদীপা চৌধুরীর লেখা দুটি বই ইতিমধ্যেই পাঠকদের মন জয় করেছে। এশিয়ান প্রেস প্রকাশনী থেকে প্রকাশিত "আমার দীপের আলোয় মালায় গাঁথা/ কিছু কথা কিছু ব্যাথা" এবং বার্তা প্রকাশন থেকে প্রকাশিত "একলা মা" বই দুটি জনপ্রিয় হয়েছে। ২০২৩ সালের ২৪ জুলাই, বর্ষণমুখর এক বিকেলে একমাত্র সন্তান সৌরদীপকে হারিয়েছেন সুদীপা চৌধুরী। উচ্চমাধ্যমিক পাশ করে বিজয়ওয়াড়ায় পড়তে গিয়েছিল সৌরদীপ। তাকে হস্টেলে রেখে বাড়িতে ফেরার দু'দিনের মাথায় র‍্যাগিংয়ের শিকার হয়ে সৌরদীপের মৃত্যুর খবর পৌঁছায় সৌরদীপের বাবা চিকিৎ...

শেখ মুনাফ আলি উদ্যোগে

Image
শুভ ঘোষঃ পবিত্র মহরম দিনে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়পুর শামুকপোতা কারবালা মাঠে ২৩ তম বর্ষের কারবালার শহীদ স্মরণের প্রতিষ্ঠাতা শেখ মুনাফ আলি উদ্যোগে পশ্চিমবঙ্গ রক্তদান মেলা কমিটির আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।  এই রক্তদান শিবিরে ১০০ জন রক্ত দান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার এস.ডি.পি.ও বিষ্ণুপুর-টু- শুভদীপ ঘোষ, সমাজসেবী নবকুমার বেতাল,বাখরাহাট গ্রাম পঞ্চায়েত প্রধান বুবাই মাল,খাগড়ামুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শিখারানী নষ্কর,মৌলানা সাহেব সাইদুল ইসলাম,ব্রাহ্মণ পুরোহিত রঘুনাথ চক্রবর্তী, কমিটির সম্পাদক সুব্বুন মল্লিক, কমিটির আরো অনেক সদস্যগণ শামসুল আলাম মির, শেখ সায়ন্তন আলী। মিশন মল্লিক এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

ELTERN SEGEN BEXPO 2024 উপস্থাপন করেছে

Image
শুভ ঘোষঃ ২০২২৪ উপস্থাপন করেছে ২০২৪, একটি মেগা ব্যবসায়িক প্রদর্শনী, ১৪ জুলাই, ১২.১৫ - রাত ৯ টায় ইন্টারন্যাশনাল ক্লাব, থিয়েটার রোডে অনুষ্ঠিত হয়। এফএমসিজি, হস্তশিল্প, আনুষাঙ্গিক, মোবাইল, কম্পিউটার, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি থেকে শুরু করে বিভিন্ন ঘরানার প্রায় ৪০টি স্টল ছিল। BEXPO ২০২৪-এর প্রধান সংগঠক পার্থ মিত্র তার দুটি ব্র্যান্ড ফার্ম টু হোম শপ এবং ইল্টার সেজেন প্রধান আকর্ষণ হিসেবে প্রদর্শন করেছেন। সুব্রত দত্ত (জর্জ টেলিগ্রাফ গ্রুপের এমডি), ধীমান দাস (কেসি দাসের এমডি), বিসিসি, এফবিএসসি, আরএমবি, বিএনআই, লায়নস অ্যান্ড রোটারি এবং সমাজের অন্যান্য পদের কর্মকর্তাদের মতো বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেহালার জেমস লং সরনির ধারে

Image
শুভ ঘোষঃ  সৃজনশীল  ভাবনা ও তার পেশাদারিত্বর প্রকাশ ঘটলো ১৪ই জুলাই রবিবার,পূর্ব বেহালার  জেমস লং সরনির ধারে ক্রিয়েটিভ স্টুডিও তে, ভার্চুয়াল আইকন প্রোডাকশন এর ব্যাবস্থাপনায় রোহন ব্যানার্জী, বিউটি বর্মন, রোহিত ব্যানার্জী র প্রযোজনা ও  পরিচালনায় মডেল দিয়া দাস,রাখী নস্কর, শর্মিষ্ঠা রায়,প্রগতি শাহ,  করিসমা সিং, ঐন্দ্রিলা রায় কোয়েল সর্দার দের অসাধরণ ফটো শুট হিন্দি ছায়াছবি 'হীরা মান্ডি ' সহ ওয়েস্টার্ন লুক্স টি  পারফেক্ট হয়ে ওঠে।যদিও এই দুটি ভাবনাই প্রাণবন্ত হয়ে ওঠে এদিনের মেকআপ আর্টিস্ট সুকন্যা দাড়ি,রিমি দাস,তনুশ্রী মন্ডল,রুম্পা হাজরা  নন্দী,ঋতিকা কর্মকার,ঈপ্সিতা মজুমদার এর কর্ম দক্ষতায় । অনুষ্ঠানের শেষ অর্ধে অংশগ্রহণকারীদের প্রত্যেকের হাতে ভার্চুয়াল আইকন প্রোডাকশন এর পক্ষ থেকে শংসাপত্র তুলে দেওয়া হয়।