Posts

Showing posts from September, 2025

সিয়ালদহ–বনগাঁ–রানাঘাট ও সিয়ালদহ–কৃষ্ণনগর রুটে নতুন দুইটি এসি লোকাল ট্রেন চালু হবে ৫ই সেপ্টেম্বর, ২০২৫ থেকে

Image
কলকাতা, ০২.০৯.২০২৫: ইস্টার্ন রেলওয়ের সিয়ালদহ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ৫ই সেপ্টেম্বর, ২০২৫ থেকে সিয়ালদহ–বনগাঁ–রানাঘাট এবং সিয়ালদহ–কৃষ্ণনগর রুটে দুটি নতুন এয়ার-কন্ডিশন্ড (এসি) লোকাল ট্রেন পরিষেবা চালু করা হবে। দৈনন্দিন যাত্রী ও দূরপাল্লার ভ্রমণকারীদের জন্য আরও আরামদায়ক, প্রিমিয়াম ও কার্যকর ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে এই পরিষেবা চালু হচ্ছে। পরিষেবাগুলি সপ্তাহে ছয় দিন চলবে (রবিবার বাদে)। নতুন রানাঘাট–বনগাঁ–সিয়ালদহ এসি লোকাল সকাল ০৭:১১ টায় রানাঘাট থেকে ছাড়বে, সকাল ০৭:৫২ টায় বনগাঁ পৌঁছাবে এবং সকাল ০৯:৩৭ টায় সিয়ালদহে পৌঁছাবে। ফেরার পথে ট্রেনটি সিয়ালদহ থেকে সন্ধ্যা ১৮:১৪ টায় ছাড়বে, রাত ২০:০৪ টায় বনগাঁ পৌঁছাবে এবং রাত ২০:৪১ টায় রানাঘাটে পৌঁছে যাবে। এই রানাঘাট–বনগাঁ–সিয়ালদহ এসি লোকাল বিশেষভাবে বিমানযাত্রীদের জন্য উপকারী হবে। যাত্রীরা এখন দমদম ক্যান্টনমেন্ট স্টেশন-এ নামতে পারবেন, যা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে নিকটে অবস্থিত। এর ফলে সিয়ালদহ পর্যন্ত যাওয়ার ঝক্কি এড়ানো যাবে এবং সময়ও অনেকটা বাঁচবে। এছাড়াও, নতুন সিয়ালদহ–কৃষ্ণনগর...

শুভেন্দুকে তীব্র আক্রমন কুনাল ও শশী পাঁজার

Image
বেবি চক্রবর্ত্তী: কলকাতা:- দমদমের সভা থেকে প্রধানমন্ত্রী তীব্র আক্রমন করেন জেলবন্দি ছিল এমন দুই মন্ত্রী পার্থ ও জ্যোতিপ্ৰিয়কে। তার পরেই তৃণমূলের পক্ষ থেকে সুর চড়ানো হয়। দুর্নীতি ইস্যুতে শুভেন্দু অধিকারীর নারদার ভিডিও দেখিয়ে পালটা নরেন্দ্র মোদিকে জবাব তৃণমূলের। দমদমের সভা থেকে এদিন বিতর্কিত ‘মন্ত্রিত্ব বাতিল’ বিলের প্রসঙ্গ তোলেন মোদি। আর তা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করেন। আর এহেন মন্তব্যের কয়েক মিনিটের মধ্যেই জবাব দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নারদা-কাণ্ডের ভিডিও দেখিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ এবং ডক্টর শশী পাঁজা। এদিন তৃণমূল ভবনে কুণাল বলেন, ”কাচের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন নরেন্দ্র মোদী। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাঁরাই মঞ্চে বসে।” দমদমের সভা থেকে এদিন ‘মন্ত্রিত্ব বাতিল’ বিলের বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতারের পরেও পদ ছাড়তে চাননি। রেশন দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের আরও এক মন্ত্রীক...

ডিজিটাল যুগেও পড়ুয়াদের গ্রন্থাগারমুখি করার উদ্যোগ কলকাতার স্কুলে

Image
গ্রন্থাগার বা পাঠাগার শুধু বইয়ের সংগ্রহশালা নয়, আমাদের মনন, চিন্তন ও গবেষণার এক বিশাল ভাণ্ডার।  তাই বর্তমান ডিজিটাল যুগেও পাঠাগারের গুরুত্ব ছাত্রছাত্রী ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কলকাতার শ্রী জৈন বিদ্যালয়ে গড়ে উঠল অত্যাধুনিক “মদন কুমার মেহতা মেমোরিয়াল লাইব্রেরি”। এই বিদ্যালয়ের প্রাক্তনী এবং কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট সুধীর কুমার মেহতার উদ্যোগে স্কুলের এই গ্রন্থাগারের আধুনিকিকরন করে তা উৎসর্গ করা হয়েছে সুধীর বাবুর পিতা প্রয়াত মদন কুমার মেহতার স্মৃতিতে। মদনবাবু ছিলেন এই স্কুলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায় রবিবার গ্রন্থাগারের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন প্রয়াত মদন বাবুর স্ত্রী শান্তা কুমারী মেহেতা, বিশিষ্ট চিকিৎসক ড. অমিত কুমার রায়, বিদ্যালয়ের দুই সভাপতি বিনোদ কঙ্কারিয়া ও সর্দার মল কঙ্কারিয়া,অধ্যক্ষ সঞ্জয় কুমার পাণ্ডে,সম্পাদক মনোজ কুমার বোথরা প্রমুখ। আশোক কুমার গঙ্গোপাধ্যায় বলেন, “শিক্ষা ছাড়া সমাজ...