Posts

Showing posts from November, 2023

'চিলড্রেনস ডে'

Image
নিজস্ব সংবাদ দাতাঃ   কোলকাতা (১৪ নভেম্বর '২৩):- আগামী ২২ ডিসেম্বর কোলকাতা সহ পশ্চিমবঙ্গের ১০ টা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'আলেকজান্ডার ফিল্ম' নিবেদিত এবং শিবপ্রসাদ চক্রবর্তী প্রযোজিত ও পরিচালিত বাংলা কাহিনীচিত্র 'চিলড্রেনস ডে'। অপরাহ্নে আদ্যাপীঠ রামকৃষ্ণ মঠ-এর অছি পরিষদের সদস্য তথা সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই, সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই কাহিনীচিত্রের টিজার, পোস্টার এবং গান প্রকাশিত হল।  সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এই কাহিনীচিত্রের প্রযোজক তথা পরিচালক শিবপ্রসাদ চক্রবর্তী জানান, "২০০ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং ২,৫০০ সাধারণ শিশুদের নিয়ে নির্মিত হয়েছে এই কাহিনীচিত্র।"

ডায়াবেটিস দিবসে সচেতনতা বৃদ্ধি করতে ওয়াকথন

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ কলকাতা,  ডায়াবেটিস সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ১৪ই নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস বা মধুমেহ দিবস। হাওড়া টাউন ডায়াবেটিস স্টাডি সোসাইটির উদ্যোগে এই দিনটি পালন করা হয় ওয়াকথনের মাধ্যমে।  হাওড়ার আন্দুল রোডে একটি বেসরকারী হাসপাতালের সামনে থেকে এই ওয়াকাথনে পা মেলান হাওড়া আদালতের মুখ্য সরকারি আইনজীবী সোমনাথ ব্যানার্জী,বিশিষ্ট তবলাবাদক মল্লার ঘোষ,এভারেস্ট জয়ী মলয় মুখার্জি,দেবাশীষ বিশ্বাস,হাওড়া সিটি পুলিশের এসিপি মৃত্যুঞ্জয় ব্যানার্জী,ডক্টর সঞ্জয় শা,ডক্টর বিষ্ময় কুমার ও রোটারি ক্লাব অফ অরুনোদয় এবং বিশেষ ভাবে সক্ষম ছেলে মেয়েদের সংগঠন সংবেদনের বাচ্ছারা। ডায়াবেটিস স্টাডি সোসাইটির সেক্রেটারি সোশ্যাল এফেয়ার  জয়তী ভট্টাচার্য বলেন, নিয়মিত শরির চর্চার পাশাপাশি  চিকিৎসকদের মাধ্যমে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসা আরও দ্রুত ছড়িয়ে দিতে হবে।  ডক্টর মৃদুল বেরা জানান,ভারতে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি। আমরা যত আধুনিক হচ্ছি ততই  যন্ত্র-নির্ভর হচ্ছি। ততই শারীরিক নড়াচড়া কমে যাচ্ছে। খাবারের মধ্যে যে ক্যাল...

ভারত সেবাশ্রম সঙ্ঘে গণ ভাইফোঁটা ও মিলন উৎসব

Image
সুপ্রকাশ চক্রবর্তীঃ কলকাতা,  বিশ্বকল্যাণে প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা যুগাবতার শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের মহান আদর্শকে পাথেয় করে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির গণ ভাইফোঁটা মিলনোৎসবের আয়জন করা হয়। স্বামী প্রণবানন্দজী মহারাজের  ত্যাগের মহামন্ত্র আজ থেকে শতবর্ষ পূর্বে গ্রহণ করেছিলেন। সেই মহান ত্যাগের পূর্ণকালে ১০০জন ভাইহীন বোন এবং ১০০ জন বোনহীন ভাই মিলিত ভাবে এই ফোঁটার আয়োজন করা হয়। দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় মন্মথপুর প্রণব মন্দির এই আয়োজনে ভাই বোনদের জন্য ঐতিহ্য ও নিয়মানুযায়ী ফল মিষ্টির সাথে সামান্য উপহার তুলে দেওয়া হয়। সারা এলাকায় ভীষণ খুশির সাথে এই মহতি অনুষ্ঠান বঞ্চিত ভাই বোনদের সাথে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করেন। এছাড়া সঙ্ঘের উত্তর ২৪ পরগণার ন্যাজাট থানা অন্তর্গত কানমারী প্রণবানন্দ বিদ্যামন্দিরে ভাইহীন বোন এবং বোনহীন ভাইদের মধ্যে এই গন ভাই ফোঁটার আয়োজন করা হয়। সেখানেও এলাকার মানুষের সাথে স্থানীয় বিদ্যালয়ের অভিভাবক  অভিভাবিকরা অংশ নেন।

Students of Jetking Infotrain Predict Future of Technology:

Image
Araley Abdaleye News.   Jetking Infotrain is organizing its Annual Tech-Exhibit – Cybermania 2023 at Jetking’s Kolkata Centre, Cybermania intending to showcase the infinite opportunities posed by Information and Technology and how it holds the power to change for good, in the coming years with futuristic developments, overhauling the very meaning of life. Elaborate projects will showcase the power of technology and develop something relevant for the present and future. The event aims to develop students' psychomotor skills, promote peer learning, and cultivate a forward-thinking approach to staying relevant in industry and technology. It gives central focus to innovation and creativity, enhances social skills, and develops leadership qualities. This specially curated event will showcase innovative technology initiatives created by students and provide numerous opportunities to learn about information and technology. The event was open to parents of participants, media members, tech...

আসামে অনুষ্ঠিত হল বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা এবং স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান

Image
মানস মুখোপাধ্যায় :- সম্প্রতি আসামে বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদ এক অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গ ত্রিপুরা বাংলাদেশ শিলচর সহ বিভিন্ন জায়গার প্রায় দ্বী-শতাধিক গুণী মানুষদের সংবর্ধনা এবং সম্মান প্রদান করা হয়। সংস্থার কর্ণধার ও সভাপতি নিহার রঞ্জন দেবনাথ জানান, কোন রাজনৈতিক দল কখনোই কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সমাজসেবী করতে পারে না। তাই সম্পূর্ণ রাজনীতির আওতার বাইরে থেকে স্ব-ক্ষেত্রে প্রতিষ্ঠিত বেশ কিছু কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সমাজসেবীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে খুবই আনন্দিত।  এদিনের এই অনুষ্ঠানে পার্শ্ববর্তী রাজ্য থেকে আগত গুণীজনের উপস্থিতিতে অনুষ্ঠান মঞ্চ চাঁদের হাটে রূপান্তরিত হয়েছিল। নিহার বাবু আরো জানান, বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের সহ-সভাপতি দায়িত্ব দীপঙ্কর পোড়েল মহাশয়ের হাতে অর্পণ করতে পেরে এই সংস্থা যথেষ্ট আপ্লুত। নক্ষত্র খচিত এই চাঁদের হাটে মায়া রানী দেবী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় নিমাই চন্দ্র ঘোষ, রবিলোচন গোস্বামী, আনারুল ইসলাম প্রামানিক, কিশোর নস্কর, রবিউল গনি প্রধান, কামাল হাসান, এবং সুশান্ত কেওরা, দীপঙ্কর পোড়েল সহ কিছু গুণীজনকে।  এছাড...

মায়ের টাকা লুঠ

Image
নিজস্ব প্রতিনিধিঃ   ঘোষপাড়া, কল্যাণী , নদীয়া, শ্রী শ্রী সরস্বতী ট্রাস্ট এস্টেট এর কোষাধ্যক্ষ অনিল প্রামানিক, প্রতিদিনের মতন রবিবার, ৫ই নভেম্বর ২০২৩, সকাল বেলা সতীমাতার মন্দিরে তিনি গিয়ে দেখেন  প্রানামি  বাক্সটি সেটি ভাংগা আছে। অনিল প্রামানিক আমাদের জানান সতীমাতার মন্দিরের ডালিম তলায় একটি প্রানামি   বাক্স বসানো আছে বহুদিন ধরে, শনিবার, ৪ই নভেম্বর ২০২৩, রাত্রি বেলা সতীমাতার মন্দিরের ক্যাশ বাক্সটি ভেঙে দুষ্কৃতীরা ক্যাশ ছুরি করে নিয়ে যায়। সকাল বেলা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং রাত নটা পর্যন্ত তাদের ডিউটি থাকে, মন্দিরের ভিতরে (৫) পাঁচটা গেট আছে, সব গেট বন্ধ করে, তারপর তারা মন্দিরের ভিতরে নিজেদের রুমে চলে যান। রাত্রিবেলা কোণো সিকিউরিটি গার্ডে থাকেনা কিন্তু মন্দিরের ভিতরে তিনজন সিকিউরিটি (২৪) চব্বিশ ঘন্টা থাকেন। শ্রী শ্রী সরস্বতী ট্রাস্ট এস্টেট এর কোষাধ্যক্ষ অনিল প্রামানিক এবং অন্যান্যরা গিয়ে কল্যাণী ঘোষপাড়া থানা গিয়ে অভিযোগ জমা করেন,  তারপর কল্যাণী ঘোষপাড়া থানা থেকে  রাজকুমার বিশ্বাস (এ এস ই)   আসেন সব ঘটনা তাকে জানানো হয়। কল্যাণী ঘোষপাড়া থানার রা...