BRAVIA X80L টেলিভিশন সিরিজ লঞ্চ করলো সোনি
দেবাঞ্জন দাস, কলকাতা, ২৭ এপ্রিল : সোনি ইন্ডিয়া লঞ্চ করল জমকালো ছবি ও অসামান্য শব্দের BRAVIA X80L টেলিভিশন সিরিজ। নতুন BRAVIA X80L টেলিভিশন সিরিজ দেখা ও শোনার অভিজ্ঞতাকে এক নতুন মাত্রা দেয় এবং গুগল টিভির মাধ্যমে এক পৃথিবী বিনোদন দেয়। আমাদের ছবি ও শব্দ প্রযুক্তির বাস্তবধর্মিতার গুণে সেই বিনোদন জীবন্ত হয়ে ওঠে সুন্দর রঙে। ১. X1 4K HDR পিকচার প্রোসেসর আপনাকে দেবে ব্যতিক্রমী গুণমানের ছবি। ২. TRILUMINOS ™ Pro ডিসপ্লে সহ নতুন X80L সিরিজ একেবারে আসলের মত রং দেখায়। ৩. Dolby Vision ™ ও Dolby Atmos ™ দিয়ে উপভোগ করুন সিনেমার উত্তেজনা। ৪. X80L series-এ X-ব্যালান্সড স্পিকার দেবে মগ্ন করে রাখার মত শব্দের অভিজ্ঞতা। ৫. X80L series দিচ্ছে স্মার্ট ইউজার অভিজ্ঞতা। এতে আছে গুগল টিভি, যাতে পাওয়া যায় ১০,০০০+ অ্যাপ ও গেমস এবং ৭০০,০০০+ ফিল্ম ও টিভি সিরিজের মাধ্যমে অন্তহীন বিনোদন। Apple AirPlay২ আর HomeKit- ও এই টিভিতে মসৃণভাবে চলে। ৬. হ্যান্ডস ফ্রি ভয়েস সার্চ ফিচারের মাধ্যমে আপনি আপনার টিভির সাথে আদানপ্রদান চালাতে পারেন এবং আপনার প্রিয় শো বা ফিল্ম চালাতে পারেন। ৭. X80L সিরিজে...