Posts

Showing posts from January, 2023

সাগর হরিণবাড়ি জাগ্রত সংঘ

Image
নিজস্ব প্রতিনিধিঃ  মঙ্গাল্বার, ২৪শে জানুয়ারি ২০২৩ মঙ্গলবার সকাল বেলা সাগর হরিণবাড়ি জাগ্রত সংঘ ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির কারা হয়ে। রক্তদান শিবিরের শুভ উদ্বোধক - মাননীয় বঙ্কিম চন্দ্র হাজরা মহাশয় ভারপ্রাপ্ত মন্ত্রী সুন্দরবন বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার , পঞ্চায়েতের প্রধান , উপ প্রধান , পঞ্চায়েতের সদস্য , জেলা পরিষদের সদস্য , পঞ্চায়েত সমিতির সভাপতি , উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্ম দিবস আজকে.........

Image
  নিজস্ব প্রতিনিধিঃকলকাতা ,  আজ দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্ম দিবস আজকের দিনে  উদ্যোগ নেওয়া ক্ষমতায়নের একটি বিশেষ এবং তাৎপর্যপূর্ণ রূপ । " কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের আসন্ন পর্ব " শিক্ষার জন্য দৌড়ান - স্বাস্থ্যের জন্য দৌড়ান " ২ জানুয়ারী , ২০২৩ , সকাল ৭ থেকে ১০ টা পর্যন্ত অনুষ্ঠিত হল ।  মাননীয় সচিব ম্যাম , সংস্থার সম্পাদক মিসেস উমা ভট্টাচার্য এবং সম্মানিত সভাপতি তিপন ভট্টাচার্য স্যার দ্বয়ের যৌথ উদ্যোগে ।   কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটের টিপম ভট্টাচার্যের নির্দেশিত নেতৃত্বে এই অনুষ্ঠানটি মিলনী সংঘ কলোনি মোর বারাসাত থেকে কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট আর কলেজ ক্যাম্পাস পর্যন্ত যাত্রা শুরু করে। কিংস্টন   এডুকেশনাল   ইনস্টিটিউট   আর   কলেজ   ক্যাম্পাস  শেখাকে পৌঁছে গিয়ে।  প্রদীপ উজ্জ্বলন এবং পতাকা উত্তোলন করা হয়ে।   সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই অনুষ্ঠানে   ছিলেন টলিউড জগতের সোহিনী সরকার , দেবশ্র...
নিজস্বপ্রতিবেদনঃ  ইসকন মন্দিরে পূজো দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন নদীয়ার বেথুয়া ডহরি তে জনসভা করার উদ্দেশ্যে তিনি আসেন। প্রথমে হেলিকপ্টারে করে ইসকন মন্দির হেলপ্যাডে নামেন তিনি। এরপর ইসকন মন্দিরে প্রবেশ করেন সভাপতি। প্রথমে চন্দ্রদ্বয় মন্দিরে পুজো দেন। এরপর ইসকনের মহারাজরা তাকে মন্দির চত্বর পরিদর্শন করান। পরে মন্দিরের সন্ন্যাসীদের সঙ্গে আলাপচারিতা করেন। এরপরেই পুনরায় হেলিকপ্টারে করে চলে যান বেথুয়া ডহরি এর জনসভার উদ্দেশ্যে। জেপি নাড্ডার ইসক ন পরিদর্শন ঘিরে সাধারণ কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

UBIRWA-চতুর্থ ত্রি-বার্ষিক প্রদীপ উজ্জ্বলন এর মাধ্যমে সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হলো

Image
নিজস্ব প্রতিনিধিঃকলকাতা ,  ২০শে জানুযারী ২০২৩ , শুক্রবার , ২ঘটিকায় , সুজাতা সদন প্রেক্ষাগৃহ ৭ নং , হাজরা রোড , কলকাতা - ৭০০০২৬ - এ ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া রিটায়ারিজ ওয়েলফেয়ার এসোসিয়েশন ,  ( UBIRWA )  কলকাতা দক্ষিণ আঞ্চলিক কমিটির   চতুর্থ ত্রি - বার্ষিক   প্রদীপ উজ্জ্বলন এর মাধ্যমে দিয়ে সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হলো । সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেছেন , রেসোলিউশন , নোতুন কমিটি ও আগামী সব ' ভারতীয় সম্মৈলনের জন্য প্রতিনিধি ও অবসাভা ' র   পেশ করেছেন এবং আপনাদের সামনে তিনি সুপার সিনিয়র দের শাল দিয়ে এবং আপনাদের ফুল ও উত্তরীয় দিয়ে সম্বধ ' না দিয়েছেন । অনুষ্ঠানে   সদস্য সংখ্যা উপস্থিত ছিলেন   ১৭০ জন , আমন্ত্রিত সদস্য   ২২ জন । আঞ্চলিক কমিটির সম্পাদক তপন কান্তি রায় সম্পাদকীয় প্রতিবেদন , ২০২৩ - ২০২৫ এর নোতুন কম ' সমিতি এবং আগামী ৩০ , ৩১শে জানুয়ারি ২০২৩ এ সব ' ভারতীয় সম্মেলন জন্য প্রতিনিধি ও অবসাভা ' র দের তালিকা পেশ করেছেন । বাসুদেব বন্দ্যোপাধ...

ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি (UBIRWA)

Image
নিজস্ব প্রতিনিধিঃকলকাতা ,  ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতি ( UBIRWA ) ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল । এবং UBIRWA কলকাতা দক্ষিণ অঞ্চল কমিটি   ২০১৩ সালে গঠিত হয়েছিল । ভারত সেবারামকে   ২৫০০০ /- টাকা দান করার পাশাপাশি , আমরা আমাদের ভারত সেবা   ১৮ / ০১ / ২০২৩ - এ প্রসারিত করেছি । কল্যাণমূলক কাজ যেমন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান , আম্ফানের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় এবং বিশ্বব্যাপী মহামারী কোভিড -19 এর সময়   মুখ্যমন্ত্রী   ত্রাণ   তহবিল । আমরা মেধাবী এবং অভাবী শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তাও দিচ্ছি । বুধবার , ১৮ / ০১ / ২০২৩ , তারিখে কলকাতা   দক্ষিণ এরিয়া কমিটির UBIRWA- এর প্রতিনিধিত্বকারী সদস্যদের কাছ থেকে কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের ভারপ্রাপ্ত সম্পাদক স্বামীজি মহারাজকে স্বেচ্ছায় অনুদান প্রদানের একটি মহৎ মিশন । জানুয়ারী ২০২৩। Araly Abdaleye News, kolkata, wednesday- 18/01/2023,UNITED BANK OF INDIA RETIREES WELFARE   ASS...

স্মার্ট পার্কিং

নিজস্ব প্রতিনিধিঃকলকাতা ,  কলকাতা শহরে চালু হলো আধুনিক পার্কিং অ্যাপ। বুধবার গ্র্যান্ড হোটেলের সামনে এই  স্মার্ট পার্কিং  নামক অ্যাপের উদ্বোধন করেন কলকাতার  মেয়র ফিরহাদ হাকিম। কি ভাবে পার্কিং অ্যাপস ব্যাবহার করা যাবে একটা তথ্যচিত্রের মাধ্যমে এদিন দেখানো হয় ওই অনুষ্ঠানে। মেয়র বলেন, এই অ্যাপ চালু করা কলকাতা পুর নিগমের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আপাতত এর মাধ্যমে পরীক্ষামূলক ভাবে সেসলেস পার্কিং ফি নেওয়া হবে। একশ শতাংশ স্বচ্ছতা বজায় রাখার জন্য এবার থেকে পি ও এস মেশিনের মাধ্যমে পার্কিং দিতে পারবেন সাধারণ মানুষ। কলকাতা পুলিশের সহযোগিতায় শহর কলকাতায় পার্কিং ফি আদায়ে এই  ডিজিটাল পদ্ধতি চালু করল কলকাতা পুর নিগম।  এই অ্যাপ এর মাধ্যমে কোন পার্কিং জোন এ কত সংখ্যক গাড়ী আছে তা জানা যাবে। মেয়র বলেন, শহরে পার্কিং ফি আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতেই ডিজিটাল পদ্ধতি করা হয়েছে। তিনি বলেন,কলকাতা পুরসভার দায়িত্বে থাকা গাড়ী  পার্কিং এজেন্সি র কর্মীরা অনেক সময় car পার্কিং বাবদ বেশি টাকা আদায় করে বলে অভিযোগের প্রেক্ষিতে এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হলো বলে ...